অপহরণের ৫ দিন পর মতিঝিল থেকে আইএফআইসি ব্যাংক কর্মকর্তা শামীম আহমেদকে চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে মতিঝিলের কোনো একটি জায়গায় তাকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি স্ত্রী শিল্পি আহমেদকে ফোন করে জানালে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে।
শামীম আহমেদের স্ত্রী শিল্পি আহমেদ জানান, গত বুধবার বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে পুরানা পল্টনের ‘খানা বাসমতি’ রেস্টুরেন্টের সামনে থেকে সাদা মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। অপহরণের পর থেকে একটি জায়গায় তাকে এ ক'দিন চোখ বাঁধা অবস্থায় রাখা হয়েছিল। সোমবার রাতে তাকে মতিঝিলের কোনো একটি জায়গায় চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
এ ব্যাপারে পল্টন থানার এসআই সাইদুল ইসলাম জানান, কারা, কী কারণে তাকে অপহরণ করেছিল তা এখনও জানা যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে।
বিডি প্রতিদিন/২৯ আগস্ট ২০১৭/হিমেল