চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) কোরবানির বর্জ্য অপসারণে দেওয়া কথা রক্ষা করেছে। কোরবানির দিন বিকাল পাঁচটার মধ্যে নগরের সব বর্জ্য অপসারণ করেছে। নগরীর সড়ক, অলি-গলিত, বাসার সামনে পশুর বর্জ্য দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে নেয়া হয়েছে।
চসিক সূত্রে জানা যায়, এবার কোরবানির আগে চসিক ঘোষণা করেছিল বিকাল পাঁচটার মধ্যেই নগরে জবাহকৃত কোরবানির পশুর বর্জ্য অপসারণ করবে। ঘোষণা মতে বিকালের মধ্যে পরিস্কার করা হয় বর্জ্য। ছিটানো হয়েছে ব্লিচিং পাউডার, বর্জ্য অপসারণে ব্যবহার করা হয়েছে ২৫০টি গাড়ি, ছিল ৪ হাজার পরিচ্ছন্নকর্মী। তবে চসিক ৩৬১ স্থানে কোরবানির পশু জবাইয়ের জন্য নির্ধারণ করে দিলেও এতে সাড়া ছিল না নগরবাসাীর। প্রায় সকলেই নিজ নিজ বাসার পাশেই পশু জবেহ করেন।
চসিকের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক বলেন, ‘চার হাজার পরিচ্ছন্নকর্মী ২৫০টি যানবাহনের মাধ্যমে বিকাল পাঁচার মধ্যে বর্জ্য অপসারণ করে ফেলে। নগরের রাস্তা ও অলিগলিতে পশ জবাইয়ের বর্জ্য অপসারণ শেষে দেওয়া হয়েছে ব্লিচিং পাউডার।’
বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, ‘জনগণের সচেতনতা এবং চসিকের তৎপরতায় বিকাল পাঁচটার মধ্যে কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা হয়েছে। এবার কোরবানির পশুর বর্জ্য অপসারণের ৪১টি ওয়ার্ডকে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম- ৪টি জোনে বিভক্ত করা হয়। প্রতিটি জোনে একজন কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়।’
বিডি প্রতিদিন/এ মজুমদার