কোরবানির ঈদের টানা ৩ দিনের বন্ধে ঈদের আমেজে বিরাজ করছে চট্টগ্রামে। ছুটির আমেজে ভিড় চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের আনাগোনায় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকালের দিকে কিছুটা ফাকা দেখা গেলেও বিকাল হতে না হতেই শুরু হয় বিনোদন প্রেমীদের ভিড়।
চট্টগ্রাম নগরীর কাজীরদেউরি শিশু পার্ক, চিড়িয়াখানা, ফয়’স লেক ও সী-ওয়ার্ল্ড, বহদ্দারহাটের স্বাধীনতা পার্ক, পতেঙ্গা সমুদ্র সৈকত, সিআরবি এলাকা, আগ্রাবাদের কর্ণফুলী শিশু পার্ক ও বিমানবন্দর রোডের বাটারফ্লাই পার্কে দর্শনার্থীর ভিড় ক্রমশ বাড়ছেই। তাছাড়া প্রতিটি বিনোদন স্পট করা হয়েছে বাড়তি নিরাপত্তা সাজানো হয়েছে আলোকসজ্জাও।
কাজির দেউরি শিশু পার্কে আসা ওয়াসি তাবাস্সুম নামের এক স্কুল পড়ুয়া দর্শনার্থী বলেন, এ বন্ধের সময় শিশু পার্কগুলোতে দারুণ মজা লাগে। সুন্দর পরিবেশ এবং কোরবানের ঈদের বন্ধে পরিবারের সবাইকে আনন্দ করা যায়। সাথে আমার মা-বোনও রয়েছে।
চট্টগ্রাম চিড়িয়াখানার ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো. রুহুল আমীন বলেন, ঈদ আনন্দকে প্রাণবন্ত করতে চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতির পশু-পাখি দেখতে আসছে প্রতিনিয়ত। এখানে রয়েছে বাঘ-বাঘিনী, সিংহ-সিংহী, হরিণ, ভাল্লুক, জিরাপ, অজগর সাপের মতো আরো অনেক কিছুই দর্শনার্থীরা এসব দেখার জন্য ভিড়ও করছেন।
অন্যদিকে চট্টগ্রামের বিনোদন কেন্দ্র ফয়’স লেকেও দর্শনার্থীর ভিড় রয়েছে। ফয়’স লেকের ফ্যামিলি রোলার কোস্টার, বাম্পার কার, ফেরিস হুইল, রেড ড্রাই ইড, কফিকাপ, সার্কাস সুইং, পাইরেট শিপ, ইয়োলো ড্রাই দর্শনার্থীরা ভিড় করেছে। ফ্যামিলি পুল মাল্টি রাইড ও ডোম রাইড, ড্যান্সিং জোন, কৃত্রিম বৃষ্টি ও চিলড্রেন পুলে ও বাচ্ছাদের বিভিন্ন ধরণের রাইডে দর্শনার্থীরা ভিড় করছে।
কনকর্ড এন্টারটেইনমেন্টের উপ-ব্যবস্থাপক (বিপনন) বিশ্বজিত ঘোষ বলেন, এবারের ঈদেরও ফয়’স লেক ও সী-ওয়ার্ল্ডে দর্শনার্থীরা ভিড় করছে। ফয়’স লেক ও সী-ওয়ার্ল্ডে আনা হয়েছে নতুনত্ব। স্বচ্ছ পানিতে চিরসবুজ লেক দেখতে এবার দর্শনার্থীরা নৌকা ভ্রমণকেই বেশি প্রাধান্য দিচ্ছে এবং সী-ওয়াল্ডেই বেশি দর্শনার্থী ভিড় করছে।
স্বাধীনতা পার্কের পরিচালক মো সায়েম বলেন, শিশু থেকে নানা বয়সী দর্শনার্থীরা বহদ্দারহাটের স্বাধীনতা পার্কেও (মিনি বাংলাদেশ) দর্শনার্থীরা ভিড় করেছে। স্বাধীনতা পার্কের ভিতরে থাকা জাতীয় সংসদ ভবন, দরবার হল, আহসান মঞ্জিল, হাইকোর্ট, লালবাগ কেল্টা, কার্জন হল, সোনা মসজিদ, কান্তজির মন্দির, বড়কুঠি, ছোট কুঠি, পাহাড়পুর বিহার, সেন্ট নিকোলাস চার্চ, জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, ট্রেনের নিচে ব্রিজ, ছয়টি কিউচ (বসার স্টল) ও চিরন্তন পল্টী দেখতে ভিড় করছে। চেষ্টা করছি দর্শনার্থীদের মনও জয় করতে।
বিডি প্রতিদিন/এ মজুমদার