রবিবার সন্ধ্যার মধ্যে রাজধানীর ২৮ হাজার মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। এর মধ্যে ১৮ হাজার মেট্রিক টন দক্ষিণ সিটি করপোরেশন এবং ১০ হাজার মেট্রিক টন উত্তর সিটি করপোরেশন অপসারণ করেছে বলে দুই সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা আজ জানিয়েছেন।
তারা বলেন, ঈদের দিনসহ মোট ৩দিন রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানি হওয়ায় সিটি কর্পোরেশন ঘোষিত ২৪ ঘণ্টা সময়ের মধ্যে শতভাগ পশু বর্জ্য অপসারণ সম্ভব হয়নি। তবে রবিবার সন্ধ্যার মধ্যে কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে। আজ যেসব স্থানে কোরবানি হচ্ছে, তা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা সাথে সাথেই অপসারণ করছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল আজ সাংবাদিকদের বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় প্রায় ২ লাখ ৭৫ হাজার পশু কোরবানি হয়েছে। এখানে প্রায় ১৮ হাজার মেট্রিক টন কোরবানির পশু বর্জ্য জমেছিল। ৩ হাজার ৫শ’ গাড়ির ট্রিপের মাধ্যমে এসব বর্জ্য অপসারণ করা হয়।
উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেসবাহুল ইসলাম বলেন, ডিএনসিসি এলাকায় এবার প্রায় ২ লাখ ২১ হাজার পশু কোরবানি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই সিটি কর্পোরেশন কোরবানির পশু বর্জ্য শতভাগ অপসারণ করতে সক্ষম হয়েছে। ঈদের পরদিন এবং আজ এই সিটি এলাকায় যেসব পশু কোরবানী হয়েছে এগুলোর বর্জ্য সাথে সাথেই পরিচ্ছন্নতাকর্মীরা অপসারণ করেছে।
রবিবার উত্তর সিটি করপোরেশনে এক সংবাদ সম্মেলনে মেয়র সাঈদ খোকন ৯০ শতাংশ বর্জ্য অপসারণ হয়েছে উল্লেখ করে বলেন, বাকী বর্জ্য অত্যন্ত দ্রুততার সাথে অপসারণের ঘোষণা দেন।
ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা জানান, বর্জ্য অপসারণে সহায়তা চেয়ে দক্ষিণ সিটি করপোরেশনের হট লাইন নম্বরে আজ সকাল ১১টা পর্যন্ত ১ হাজার ৫১০টি কল পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার