পা পিছলে পড়ে কোমরে আঘাত পাওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনকে দেখতে গেলেন- বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। এসময় কুশল বিনিময়ও করেন তিনি। গত রবিবার বিকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের নিজ বাসভবনে দেখতে যাওয়ার বিষয়টি আজ নিশ্চিত করেছেন ব্যক্তিগত সহকারি উজ্জ্বল ধর।
তিনি বলেন, পা পিছলে পড়ে মেয়র বাসায় বিশ্রাম রয়েছেন। এ খবরে ক্রিকেটার সাকিব আল হাসান মেয়রের বাসায় দেখতে গেছেন। মেয়র অস্ট্রেলিয়ার বিপক্ষে সাকিবসহ সকল খেলোয়াড়দের ভালো খেলা উপহার দেওয়ার জন্য বলেন। দলের খেলোয়াড়দের খোঁজ খবর নেন। সাকিবও মেয়র মহোদয়ের আরোগ্য কামনা করেন।
তাছাড়া মেয়র আ জ ম নাছির উদ্দিনকে দেখতে গেলেন- প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, রেলপথ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ডা. আফসারুল আমীন এমপি, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম, দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী প্রমুখ। তাছাড়া চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর, প্রাইম ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল আলম মামুনসহ রাজনৈতিক, পেশাজীবীসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা দেখতে যান।
প্রসঙ্গত, গত শুক্রবার সকাল সাতটায় বাসায় পা পিছলে পড়ে কোমরে আঘাত পান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। সেই থেকে বর্তমানে চিকিৎসকদের পরামর্শে বাসায় পূর্ণ বিশ্রামে রয়েছেন। তাছাড়া তিনি এবার ঈদের নামাজও পড়তে পারেন নি তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার