চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় মো. আসাদুজ্জামান হাছান (৩০) নামে একজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে পুলিশ। হাছানের বাড়িতে তল্লাশি করে দুটি দেশীয় তৈরি এলজি ও ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এছাড়া তার বাড়ি থেকে একটি ওয়াকিটকি এবং একটি খেলনা পিস্তল পাওয়া গেছে। হাছান বোয়ালখালী উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক।
আজ খুলনার একটি মামলার সূত্র ধরেই উপজেলার পোপাদিয়া ইউনিয়নে হাছানের বাড়ি ঘেরাও করে আটক করা হয় বলে জানান চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম এমরান ভূঁইয়া। তিনি বলেন, আমাদের ধারণা, পুলিশ পরিচয়ে ছিনতাই-ডাকাতির সঙ্গেও সে জড়িত। হাছান উক্ত ইউপির ওমর সওদাগর বাড়ির মো. সাইফুল আলমের ছেলে। ২০১৬ সালের ৩১ আগস্ট হাটহাজারী থানা এলাকা থেকে ৩টি মোটর সাইকেল চুরির ঘটনায় গ্রেফতার হয়েছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার