রাজধানীর দারুস সালামের জঙ্গি আস্তানায় জঙ্গির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। এখনও ওই জঙ্গির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান একথা জানান।
মুফতি মাহমুদ খান বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় টাঙ্গাইলের জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। ওই আস্তানা থেকে জেএমবির দুই জঙ্গি আটকসহ বেশকিছু জঙ্গিবাদী দ্রব্য উদ্ধার করা হয়। আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল ওই গ্রুপের জেএমবির একজন দূধর্ষ জঙ্গি দারুস সালামের বাঁধন রোডের হাবিবুল্লাহ বাহার আজাদের ২/৩/ বি নম্বর বাড়ির পঞ্চম তলায় রয়েছে। ওই তথ্যের ভিত্তিতে রাত ১টায় অভিযান চালানো হয়।
তিনি আরো বলেন, অভিযানের সময় ঝুঁকি এড়াতে ওই ভবন এবং আশপাশের ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের নিরাপদ স্থানে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন