মুক্তামণির হাতে তৃতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে। অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
মঙ্গলবার সকাল ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মুক্তামণির হাতে তৃতীয় দফায় অস্ত্রোপচার করা হয়।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ও মুক্তামণির চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য ডা. সামন্ত লাল সেন জানান, মুক্তামণির অস্ত্রোপচার করতে প্রায় ৩ ঘণ্টা সময় লেগেছে। অস্ত্রোপচারের সময় তাকে চার ব্যাগ রক্ত দেওয়া হয়। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার আবারও অস্ত্রেপচার করা হবে।
উল্লেখ্য, ১২ আগস্ট প্রথম দফায় ও ২৯ আগস্ট দ্বিতীয় দফায় মুক্তামণির হাতে অস্ত্রোপচার করা হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন