মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনা অভিযানের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে পালিয়ে আসা আরও দুই রোহিঙ্গা যুবক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার সকালে তাদের চট্টগ্রামে নিয়ে আসা হয়।
আহতরা হলেন- আমান উল্লাহ (২৮) ও আরাফাত (২৫)। তারা দু'জনই মিয়ানমারের আকিয়াবের বাসিন্দা।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, কক্সবাজারে রোহিঙ্গা শরনার্থী শিবিরে মেডিসিন স্যঁ ফ্রঁতিয়ে (এমএসএফ) হাসপাতালে আসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত ২৪ অাগস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর থেকে সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয়। এরপর থেকে গত ১২ দিনে ৪৮ জন রোহিঙ্গা চমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে একজন গত ২৬ অাগস্ট এবং ৩০ অাগস্টে আরেকজন মারা যান।
বিডি প্রতিদিন/০৫ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত