রাজধানীর মিরপুরে ১৮ ঘণ্টা ধরে ঘিরে রাখা বাড়ির সন্দেহভাজন জঙ্গি আবদুল্লাহ আত্মসমর্পণ করতে রাজি হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলের কাছে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,“সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে সে আত্মসমর্পণ করবে বলে আমাদের জানিয়েছে। এর মধ্যে ধ্বংসাত্মক কিছু করতে চাইলে আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি।”
তিনি আরো বলেন, অভিযানের সময় ঝুঁকি এড়াতে ওই ভবন এবং আশপাশের ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের নিরাপদ স্থানে রাখা হয়েছে।
এর আগে জঙ্গি আস্তানার ওই জঙ্গির সঙ্গে যোগাযোগ করা হয়। তাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। ওই জঙ্গির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
বিডিপ্রতিদিন/ ৫ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান