সাভারে তুরাগ নদীতে গোসল করতে নেমে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে তুরাগ নদীর বিরুলিয়া ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গাজীপুর থেকে ৩ সদস্যের ডুবুরী দল তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নিখোঁজ ছাত্রের নাম হারুন শিকদার (২০)। তিনি সাভারের উত্তর কলমা এলাকার নহর আলী শিকদারের ছেলে এবং স্থানীয় গণ বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ছাত্র।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হোসেন আলী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নদীতে গোসল করতে নেমে ওই ছাত্র নিখোঁজের ঘটনায় তিন সদস্যের ডুবুরী দল তাকে উদ্ধারে কাজ করছে। আশা করছি শিঘ্রই তাকে উদ্ধার করা সম্ভব হবে।
নিহতের মা হাসিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমার ছেলে খুব শান্তশিষ্ঠ। সে কখনও কারও সাথে বেয়াদবি করেনা, কোন খারাপ ছেলেদের সাথে মেশেনা। কলেজের বন্ধুদের সাথে খেয়াঘাটে গোসল করতে এসে এভাবে মারা যাবে ভাবতেও পারিনি।
সরেজমিনে বিরুলিয়া খেয়াঘাট এলাকায় গিয়ে দেখা যায় নিহতের স্বজনরা নদীর পাড়ে বসে কান্নাজড়িত কন্ঠে ছেলের লাশের জন্য অপেক্ষা করছে। এসময় তাদের কান্নায় পুরো এলাকার আকাশ-বাতাস ভাড়ি হয়ে উঠে। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে বেড়াতে আসা দর্শনার্থীসহ হাজার হাজার উৎসুক জনতা এক নজরে নিখোঁজ হারুনের মৃতদেহটি দেখার জন্য নদীর পারে ভিড় করেন।
নিহতের বাবা জানান আমার ছেলে নদীতে গোসল করার জন্য নিষেধ করা সত্বেও সে বন্ধুদের সাথে পালিয়ে বিরুলিয়ায় আসে। পরে নদীতে গোসল করার সময় ব্রিজের উপর থেকে লাফ দিয়ে তলিয়ে যায়। হারুনের বন্ধ ফরিদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা ১৫ জন বন্ধু মিলে এক সাথে নদীতে গোসল করতে আসি, সবাই মিলে ব্রিজের উপর থেকে লাফ দেয় , এর পর আর সে পানি থেকে উঠে আসতে পারেনি। তবে সে সাঁতার জানতো না আমরা জানি।
এ ব্যাপারে বিরুলিয়ার ফাড়ির ইনচাজ উপ-পরির্দশক তারিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঘটনাস্থলে সাভার মডেল থানার পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন এলাকার নৌকা নিয়ে তল্লাশী চালানো হচ্ছে।
বিডি প্রতিদিন/৫ সেপ্টেম্বর ২০১৭/হিমেল