চট্টগ্রামে দিঘী থেকে ড্রামের ভেতর লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত যুবলীগ কর্মী অমিত মুহুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর মুখ্য হাকিম শাহাদাৎ হোসেন ভূঁইয়া এ অনুমতি দেন।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) জাহাঙ্গীর আলম বলেন, ‘হত্যাকান্ডের ঘটনায় অমিতকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা ১০ দিন রিমান্ডের আবেদন করেছিলাম। আদালত শুনানি নিয়ে তিন দিন মঞ্জুর করেছেন।’
প্রসঙ্গত, গত ১৩ অগাস্ট নগরীর কোতোয়ালি থানার এনায়েত বাজার রানীর দিঘী থেকে সিমেন্ট ঢালাই করা ড্রামের ভেতর থেকে ইমরানুল করিম ইমন নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তদন্তে নেমে ইমনের বন্ধু অমিতকে পুলিশ খুঁজতে শুরু করে। গত শনিবার কুমিল্লার একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে অমিতকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরদিন হত্যাকান্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন অমিত। এর আগে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার অমিতের বন্ধু শিশির আদালতে অমিতকে দায়ী করে।
বিডি প্রতিদিন/৫ সেপ্টেম্বর ২০১৭/হিমেল