রাজধানীর মিরপুরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে মঙ্গলবার রাতে কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাত পৌনে ১০টার দিকে সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সন্দেহভাজন জঙ্গি আবদুল্লাহ আত্মসমর্পণ করার ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই এ বিস্ফোরণের ঘটনা ঘটলো।
এরপর ওই বাড়ি থেকে ব্যাপকভাবে ধোঁয়া আসতে থাকে বলে জানা গেছে। পরে সেখানে কয়েক দফা গুলির শব্দ শোনা গেছে।
এর আগে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলের কাছে এক ব্রিফিংয়ে জঙ্গি আব্দুল্লাহ আত্মসমর্পণ করতে পারে বলে জানিয়েছিলেন।
বিডিপ্রতিদিন/ ৫ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান