মিরপুরের দারুস সালামে অভিযান স্থগিত ঘোষণার পর মধ্যরাতে প্রথমে একটি বিস্ফোরণ ও ঠিক তার সঙ্গে সঙ্গে দুটি গুলির শব্দে কেঁপে ওঠে জঙ্গি আস্তানার বাসাটি। এরপর সেখানে টর্চ লাইটের আলো ফেলে তল্লাশি চালায় র্যাব।
মঙ্গলবার দিবাগত রাত ২টা নাগাদ এই বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে। এ সময় ধোঁয়া উড়তে দেখা যায় ভবন থেকে। একই সঙ্গে টর্চ লাইটের আলো জ্বালিয়ে তল্লাশি চালায় র্যাব সদস্যরা।
এই ঘটনার ৩ ঘণ্টা আগে অভিযান স্থগিত ঘোষণা করে বিফ্রিং করেন র্যাব গণমাধ্যম শাখার প্রধান মুফতি মাহমুদ খান। সেই বিফ্রিংয়ে আরও বলা হয়, রাতের আধারে ভেতরে প্রবেশ করা হচ্ছে না। বিস্ফোরক পড়ে থাকতে পারে। তাই সকালে ভেতরে ঢুকবে র্যাব। তবে র্যাবের অবস্থান থাকবে। কর্ডন করে রাখা হবে ভবন।
উল্লেখ্য জঙ্গি আস্তানা সন্দেহে সোমবার (০৪ সেপ্টেম্বর) মিরপুরের দারুস সালামের ২০ নং বর্ধন বাড়ি এলাকার বাড়িটিতে রাত ১টা থেকে অভিযান শুরু করে র্যাব। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্তও আত্মসমর্পণ করেনি জঙ্গিরা।
বিডি-প্রতিদিন/ ৫ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর