চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার খতিবেরহাট এলাকায় ইমাম হোসেন (৪২) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার খতিবেরহাট ভোডম সওদাগর বাড়ির নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালিউদ্দিন আকবর বলেন, পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ইমামের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/০৭ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব