মিয়ানমারের মংডুতে পৃথক ঘটনায় আহত তিন শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো- মংডু থানার নয়াপাড়ার জাহেদ হোসেনে ছেলে মো. ছাদেক (৪), মেরুাল্লা শিগ্গী পাড়ার সৈয়দ হোসেনের মেয়ে জোবাইরা (১০) ও শামসুল আলমের মেয়ে নূর ছাদেকা (৫)।
এদের মধ্যে ছাদেককে বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটের দিকে এবং অপর দুইজনকে শুক্রবার ভোরে হাসপাতালে আনে স্বজনরা। ছাদেক ও নূর ছাদেকা ১১-বি নম্বর ওয়ার্ডে এবং জোবাইরা ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। পরিবারের সদস্যরা জানিয়েছে এই তিন শিশু মিয়ানমারে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিল।
আহত শিশুদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে চমেক হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, তারা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। তবে তারা এখন শঙ্কামুক্ত।
বিডি প্রতিদিন/০৮ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত