চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ও বিকালে এসব দুর্ঘটনা ঘটে।
জেলা পুলিশের মেডিকেল-১ এর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা বাসটি চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারের মুরাদপুর এলাকা দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে একজন ফ্লাইওভারের নিচে এবং আরেকজন বাসের চাকায় পিষ্ট হন। পরে তাদের চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতদের একজন মো. রুকন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তবে অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
অন্যদিকে, দুপুরে সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় লরিচাপায় এক যুবক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, যুবকটি সকাল থেকে বাড়বকুণ্ড মহাসড়কের পাশে ঘুরাফেরা করছিল। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক রোগী। লরিটি আটক ও লাশটি উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/০৮ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত