চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ফায়ার স্টেশনের কাছের মহাসড়কে গাড়ি চাপায় আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, মঙ্গলবার রাত আড়াইটার দিকে কুমিরা ফায়ার স্টেশনের সদস্যরা ওই নারীকে হাসপাতালে নিয়ে আসে। রাত পৌনে ৩টার দিকে তিনি মারা যান।
বিডি প্রতিদিন/এ মজুমদার