বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কাজই হচ্ছে প্রকৃত ইস্যুকে ভিন্নখাতে নিয়ে যাওয়ার জন্য নতুন ইস্যু তৈরি করা। রোহিঙ্গা সংকট নিরসনের ব্যর্থতা ও মেগা প্রজেক্টে দুর্নীতিসহ সব ক্ষেত্রের ব্যর্থতা ঢাকতে সংসদে প্রধানমন্ত্রী বিএনপি পরিবারকে নিয়ে মিথ্যাচার করেছেন। মূলত রোহিঙ্গা সমস্যা সমাধানের ব্যর্থতা ঢাকতেই এই মিথ্যাচার করা হচ্ছে। তাদের এ মিথ্যাচারের জবাব একদিন জনগণ দেবে। আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, অবৈধ ক্ষমতা দখলকারী প্রধানমন্ত্রী বুধবার সংসদে দাঁড়িয়ে বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবার ও সিনিয়র নেতাদের বিদেশে টাকা পাচারের বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীরা যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট তথ্য। এ মিথ্যাচারের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার