মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ।
দুটি সংগঠনের বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি রাখাল চন্দ্র্র দে।
বক্তব্য দেন জেলা পূঁজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুডু, মহানগর কমিটির সভাপতি নারায়ন চন্দ্র দে নারু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদক হিরন কুমার দাস মিঠু সহ সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে একটি যৌথ বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে দাবি সংবলিত একটি স্বারকলিপি দেয়া হয়।
বিডি প্রতিদিন/১৪ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা