সিলেট নগরীর শিবগঞ্জে নিজ দলের ক্যাডারদের ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মী জাকারিয়া মোহাম্মদ মাসুম (২২) খুনের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় কোন মামলাও দায়ের করা হয়নি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, মাসুম খুনের ঘটনায় থানায় কোন মামলা দায়ের করা হয়নি। জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার রাতে নগরীর সোবহানীঘাটে আলী আহমদ মাহিন নামের এক ছাত্রলীগকর্মীকে মারধর করে মাসুমসহ ছাত্রলীগের আরো কয়েকজন কর্মী। এর জের ধরে গত বুধবার বিকেলে শিবগঞ্জে মাসুমের উপর হামলা চালায় মাহিন ও তার সঙ্গীরা। উপর্যুপরি ছুরিকাঘাত করে তাকে ফেলে যায় রাস্তায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। নিহত মাসুম সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জের মাসুক মিয়ার ছেলে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন