চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস মোড়ে মালাবাহী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি রিকশাকে ধাক্কা দিলে রিকশারোহী মায়ের কোল থেকে পড়ে মোজাম্মেল হোসেন (২) নামে এক শিশু সন্তান নিহত হয়েছে।
শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হোসেন সিটি চট্টগ্রাম কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী বিল্লাল হোসেনের ছেলে। তারা নগরীর বগারবিল এলাকায় থাকে। তাদের বাড়ি ময়মনসিংহে। পুলিশ ধাক্কা দেওয়া ট্রাকের চালকসহ আটক করেছে।
কোতোয়ালি থানার এসআই আক্তার হোসেন বলেন, মোজাম্মেলের মা তাকে ও তার এক মামাত ভাইকে নিয়ে ময়মনসিংহ যাওয়ার জন্য রিকশা করে রেল স্টেশনে যাচ্ছিলেন। সিনেমা প্যালেস মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের রিকশাকে ধাক্কা দিলে মোজাম্মেল মায়ের কোল থেকে রাস্তায় পড়ে যায়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/১৫ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর