যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, দেশের বিরুদ্ধে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলমান রয়েছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সাথে সকলকে কৌশলী ভূমিকা পালন করতে হবে। আজ সকালে দক্ষিণগাঁও বালুরমাঠে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিন অধীন ৭৩ ও ৭৪ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক কাউন্সিলে তিনি একথা বলেন।
সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। আব্দুল আজিজ মোল্লার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক হরুনুর রশিদ, কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, রেজাউল ইসলাম রেজা, মাইনউদ্দিন রানা, খালিদ মাহমুদ ভূইয়া, মাকসুদুর রহমান প্রমুখ।
মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, দেশবাসীকে আহ্বান জানাই আপনারা সকলে ২৮ সেপ্টেম্বর জনগণের ক্ষমতায়ন দিবস পালন করুন। কারণ ওইদিন প্রধানমন্ত্রীর জন্মদিন। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, ড. ইউনুস নোবেল পেয়েছেন, কিন্তু শান্তি প্রতিষ্ঠায় তারা কোন অবদান রাখেন নি। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদান রেখে চলেছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। শান্তি প্রতিষ্ঠা করতে হলে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, দেশকে এগিয়ে নিতে হলে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ এগিয়ে যায়। বিএনপি ক্ষমতায় আসলে দেশের সম্পদ লুটপাট হয়, দেশ পিছিয়ে যায়।
উদ্বোধনীয় বক্তৃতায় ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, সম্মেলনের মাধ্যমে তৃণমূল যুবলীগকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয় বারের মতো ক্ষমতায় আনতে যুবলীগকে ভূমিকা রাখতে হবে। বিশেষ করে ঢাকার প্রতিটি আসন রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে উপহার দিতে হবে। কারণ একটা কথা মনে রাখতে হবে- ঢাকা যার, রাজনীতি ও দেশ তার। আমাদের হ্যাট্রিক করতে হবে।
সম্মেলন শেষে ৭৩ নং ওয়ার্ডে সভাপতি হিসেবে মাহমুদুল হাসান নাসির, সাধারণ সম্পাদক মোসলে উদ্দিন সরদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মিয়া দায়িত্ব পেয়েছেন। ৭৪ নং ওয়ার্ডে সভাপতি হিসেবে আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহাগ দায়িত্ব পেয়েছেন।
বিডি প্রতিদিন/১৫ সেপ্টেম্বর ২০১৭/হিমেল