সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রাকচাপায় বারিক মিয়া (৪২) নামের এক গ্রামপুলিশ সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে উপজেলার পীরেরবাজার নামক স্থানে নিহত হন। তিনি উপজেলার পাতনি গ্রামের মৃত আবদুস শুকুরের ছেলে।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় জানান, গোয়াইনঘাটের বিছনাকান্দি থেকে সিলেটগামী একটি ট্রাক পীরেরবাজার এলাকায় বারিক মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বিডি-প্রতিদিন/১৫ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর