সিলেটে প্রথমবারের মতো জেলাভিত্তিক কারাতে প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জেলা কারাতে অ্যাসোসিয়েশন।
আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
শনিবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামের কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সিলেট জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম. এ. এ মাসুদ রানা বলেন, অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্তরা কারাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় সিলেটে জেলাভিত্তিক কারাতে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণে নাম অন্তর্ভুক্ত করা যাবে।
সংবাদ সম্মেলনে সিলেট জেলা কারাতে এসোসিয়েশনের সভাপতি কাউন্সিলর দিলওয়ার হোসেইন সজীব, সহসভাপতি বি এম আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহবুব আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন