চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে ২৬০ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। এসময় রবিউল হোসাইন নামে এক জনকে গ্রেফতার করা হয়।
শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি করে। লাগেজ নিয়ে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় রবিউলের গতি রোধ করা হয়। পরে তার দুটি লাগেজ খুলে ৫২ হাজার শলাকা বিদেশি সিগারেট পাওয়া যায়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন