নারায়ণগঞ্জ জেলঅ শহরের খানপুর নামক এলাকা থেকে আব্দুল্লাহ নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ জানান, আব্দুলাহ নাম ওই রোহিঙ্গা যুবক বেনাপোল ঘুরে ট্রেনযোগে নারায়ণগঞ্জে এসেছে। এসময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে পুলিশ।
তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাই তাকে শহরের খানপুর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে বলেও জানান ওসি শাহীন শাহ।
বিডিপ্রতিদিন/ ১৭ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান