রাজধানীর মিরপুর শাহআলী নবাবেরবাগ বেড়িবাঁধে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত সেই যুবকের নাম শাকিল (২০)। শাকিব নওগাঁ জেলার মান্দা উপজেলার আহসান হাবীবের ছেলে।
শনিবার দিবাগত রাত ১০ টার দিকে নবারেরবাগ বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘনা ঘটে। শাহআলী নবাবেরবাগ এলাকার ১৫১/২ নম্বর বাসায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিলকে আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে মিরপুর সেলিনা হাসপাতালে নিয়ে যায়। সেখান অবস্থার অবনতি হলে থেকে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতের স্বজনদের ধারণা মোরটসাইকেলের গতি নিয়ন্ত্রণ হারিয়ে বেড়িবাঁধে এ সড়ক দুর্ঘটনার শিকার হয় শাকিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকেম মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/ ১7 সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর