সাভারের আশুলিয়ায় পৃথক দুইটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে আশুলিয়ার বাইশমাইল গণস্বাস্থ্য ফার্মাসিটিক্যাল এর সামনে একটি খোলা জায়গা থেকে বস্তাবন্দী একটি লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। এছাড়া আশুলিয়ার তুরাগ নদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, সকালে বাইশমাইল গণস্বাস্থ্য ফার্মাসিটিক্যাল এর সামনে রাস্তার পাশে বস্তাবন্দী ভারী বস্তু পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে বস্তার ভিতর থেকে হাত পা বাঁধা অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করে। তবে ঐ যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হত্যার পর লাশ গুম করার উদ্দেশে এখানে ফেলে গেছে হত্যাকারীরা।
পুলিশ জানায় সকালে ওই স্থানে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দী লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত যুবকের সারা শরীরে আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার পড়নে ফুল প্যান্ট ও শার্ট রয়েছে।
অন্যদিকে আশুলিয়ার তুরাগ নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে আশুলিয়ার থানা পুলিশ। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কি কারণে দুর্বৃওরা তাকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় আশুলিয়া থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ১৭ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর/হিমেল