উল্টোপথে যানবাহন চালানো পুরোপুরি বে-আইনি। আর তাই উল্টোপথে যানবাহন চলাচল রোধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। উল্টোপথে গাড়ি চালানোর কারণে মঙ্গলবার ৪২১টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার ট্রাফিক সূত্রে জানা যায়, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৯৭টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৭টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১১২টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও ট্রাফিক আইন অমান্য করার কারণে মোটরসাইকেলের বিরুদ্ধে ৬৯৫টি মামলা ও ৬২টি মোটরসাইকেল আটক করা হয়।
এ অভিযান অব্যাহত থাকবে বলে ট্রাফিক সূত্রে জানা যায়। সূত্র: ডিএমপি নিউজ
বিডি প্রতিদিন/০৪ অক্টোবর ২০১৭/আরাফাত