চট্টগ্রামের রাণীর দিঘীতে ড্রামের ভেতর থেকে লাশ উদ্ধারের ঘটনায় যুবলীগ কর্মী অমিত মুহুরির বন্ধু মো. সাব্বিরকে (২৬) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে নগরীর জিইসি মোড় তাকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, ‘সাব্বির অমিতের বন্ধু এবং একই এলাকায় তারা থাকেন। আমরা কিছু তথ্য পেয়েছি সেগুলো নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তীতে তার ব্যপারে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, গত ১৩ অগাস্ট নগরীর কোতোয়ালি থানার এনায়েত বাজার রাণীর দিঘী থেকে সিমেন্ট ঢালায় করা ড্রামের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ তদন্ত করে উদ্ধার করা লাশটি ইমরানুল করিম ইমন নামে এক যুবকের বলে নিশ্চিত হয়। এ ঘটনায় শিশির ও শফিকুর রহমান শফি নামে দুইজনকে গ্রেফতারের পর তারা জানায়, গত ৯ অগাস্ট নগরীর নন্দনকান ৩ নম্বর গলির হরিশদত্ত লেইনে বেঙ্গল হোল্ডিংসের ষষ্ঠ তলায় যুবলীগ কর্মী অমিত মুহুরির বাসায় ইমনকে হত্যা করা হয়। এরপর ড্রামে ভরে সিমেন্ট ঢালাই করে লাশটি দিঘীতে ফেলে দেওয়া হয়েছিল। গত ২ সেপ্টেম্বর কুমিল্লা সদর উপজেলা পরিষদের কাছে ‘আদর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র’ নামে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে অমিতকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানায় অজ্ঞাতনামাদের আসামি করে ইমনের পরিবারের পক্ষ থেকে করা মামলায় এই তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন