চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী তাপস সরকার হত্যার চার্জশিটভূক্ত প্রধান আসামি আশরাফুজ্জামান আশাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালত এ নির্দেশ প্রদান করেন। এর আগে আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন নাকচ করে দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চট্টগ্রাম আদালতের পুলিশ পরিদর্শক এ এইচ এম মশিউর রাহমান বলেন, ‘তাপস হত্যায় পুলিশের করা মামলার চার্জশীটভুক্ত আসামী আশা। গতকাল আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে আদালত তা বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।’
জানা যায়, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে ফুল দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ভিএক্স ও সিএফসি। এ ঘটনায় ডান বুকে গুলি লেগে নিহত হন সিএফসি কর্মী তাপস সরকার। পরে হত্যার ঘটনায় তার সহপাঠী হাফিজুল ইসলাম বাদী হয়ে ভিএক্স গ্রুপের ৩০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী দল চট্টগ্রাম পুলিশ ব্যুরো অব-ইনভেস্টিগেশন (পিবিআই) ২০১৬ সালের ২ মে আদালতে চবি ছাত্রলীগের ২৯ জন নেতাকর্মীকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেয়। যেখানে চবি ছাত্রলীগের সাবেক সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী আশরাফুজ্জামান আশাকে প্রধান হিসেবে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, তাপস সরকার হত্যা মামলায় পুলিশ ১৬ জন আসামিকে গ্রেফতার করে। এর মধ্যে আশা ছাড়া সকলেই জামিন নিয়ে বের হয়ে যায়। বর্তমানে মামলার ১৩ জন আসামি পলাতক।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন