সাভারে চাঁদবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সেই যুবকের নাম রুবেল মণ্ডল (৩০)।
বুধবার দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দেওয়নগ্রাম থেকে তাকে আটক করা হয়। সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) তরিকুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রুবেলের বিরুদ্ধে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। রুবেলকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ০৫ অক্টোবর, ২০১৭/ তাফসীর