রাজধানীর আজিমপুর চায়না বিল্ডিং গলিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন মোকাদ্দেছ (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় ওই ভবনের পাইলিং করার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মোকাদ্দেছের গ্রামের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়। তার বাবার নাম মাহবুব আলী।
জানা গেছে, আনোয়ার আজিমপুর এলাকায় ভাড়া বাসায় থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। আজ সকালে পাইলিং মেশিন চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাহতালে নিয়ে গেলে সকাল ৯টায় ডাক্তার মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রয়েছে।
বিডি প্রতিদিন/৫ অক্টোবর ২০১৭/হিমেল