কেরানীগঞ্জে ১০২ পুরিয়া হেরোইন ও ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন জনি টাওয়ার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক দুই মাদক ব্যবসায়ীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে জনি টাওয়ার এলাকায় অভিযান অভিযান চালানো হয়। এসময় ১০২ পুরিয়া হেরোইন ও ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/০৫ অক্টোবর ২০১৭/এনায়েত করিম