রাজশাহী মহনগরীর মতিহার থানার মহেন্দ্রা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে সাড়ে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। টাকাগুলো রহমান জুটমিলের বলে জানিয়েছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান।
রাজশাহী নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মহেন্দ্রা এলাকায় রহমান জুটমিল রয়েছে। ওই মিলের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়ার জন্য পাশের হরিয়ান এলাকার ব্যাংক থেকে টাকা উঠিয়ে প্রাইভেটকার যাচ্ছিলেন জুটমিলের এক কর্মকর্তা। এ সময় পথে মহেন্দ্রার ইটখোলা এলাকায় ৭ থেকে ৮ জনের একটি ছিনতাইকারী দল ডিবি পুলিশ পরিচয়ে প্রাইভেটকারের গতিরোধ করে। পরে তল্লাশির নামে ওই কর্মকর্তার কাছে থাকা সাড়ে ১৭ লাখ টাকা ছিনতাই করে। পরে তারা পাঁচটি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ভুক্তভোগীরা টের পান যে, ডিবি পুলিশ নন তারা ছিনতাইকারী।
ওসি আরও জানান, ফোনে অভিযোগ পাওয়ার পর পরই থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ছিনতাইকারীদের আটকের জন্য ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় জুটমিলের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় রহমান জুটমিলের তিন কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
রহমান জুটমিলের ব্যবস্থাপক আবদুল মান্নান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখনও ঘটনাস্থল থেকে কেউ মিলে এসে পৌঁছায়নি। সবাই এলে আইনগত ব্যবস্থা নিবেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন