চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট বিসিক শিল্প এলাকার বন্ধ থাকা ন্যাশনাল আয়রন ফ্যাক্টরির বন্ধ একটি কারখানার ভেতর থেকে দুই যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে কিভাবে কখন কেন তাদের মৃত্যু হয়েছে সে ব্যাপারে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।
উদ্ধারকৃত দুই যুবক হলেন, রাশেদ (২৭) ও খোকন (২৫)। তাদের বাড়ি কালুরঘাট বিসিক শিল্প এলাকা সংলগ্ন চান্দগাঁওয়ের হামিদচর এলাকায়। দুজন শিল্প এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতেন।
নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. আব্দুল ওয়ারিশ খান বলেন, ‘গত ২৮ সেপ্টেম্বর থেকে দুই চাচাতো ভাই নিখোঁজ ছিলেন। নানাভাবে খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায়নি। স্থানীয় লোকজনের খবরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাদের মৃত্যু নিয়ে আমরা এখনো পরিস্কার নই।’ তিনি বলেন, পরিবারের লোকজন লাশ শনাক্তের পর ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন