রাজশাহীর পুঠিয়ায় জিহাদি বইসহ নিষিদ্ধ আনসার আল ইসলামের ৫ সদস্যকে আটক করেছে র্যাব-৫। পুঠিয়া উপজেলার ভড়ুয়াপাড়া ও বিল কাজীরপাড়া এলাকায় জঙ্গি বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোররাত ৩টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত র্যাবের এই অভিযান পরিচালিত হয়। পরে বিকেলে র্যাবের পক্ষ থেকে জঙ্গি বিরোধী এ অভিযানের তথ্য সাংবাদিকদের জানানো হয়।
র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলম জানান, তার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানাধীন ভড়ুয়াপাড়া ও বিল কাজীরপাড়া এলাকায় জঙ্গি বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সরকার ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপ পরিচালনার জন্য অবস্থান চলাকালে ওই পাঁচজনকে আটক করা হয়।
এর মধ্যে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য পুঠিয়া উপজেলার ভড়ুয়াপাড়া গ্রামের আবদুস সামাদের ছেলে আনিছুর রহমানকে ৬টি নিষিদ্ধ ও বিতর্কিত জিহাদি বইসহ, মৃত নজরুল ইসলামের ছেলে শহীদুল ইসলামকে (৩৪) ৪টি নিষিদ্ধ ও বিতর্কিত জিহাদি বইসহ হাতেনাতে আটক করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নজরুল ইসলাম মোল্লাকে (৪২) ৮টি জিহাদি বই, বাবর মুন্সিকে (৪৫) ৬টি বইসহ হাতেনাতে আটক করা হয়। এরপর তাদের তথ্যের ভিত্তিতে মোহাম্মদ কাফীর ছেলে শাহীনকে (২৭) ভড়ুয়াপাড়া বাজার থেকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তাদের পুঠিয়া থানায় সোপর্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে পুঠিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/০৬ অক্টোবর ২০১৭/আরাফাত