রাজধানীর কদমতলীর রায়েরবাগ এলাকায় ছুরিকাঘাতে শিপন (২০) নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, এ ঘটনায় হাসপাতাল থেকে সন্দেহভাজন বাধন, বাবু ও সাগরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ক্যাম্পে আনা হয়েছে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল জানান, সন্ধ্যায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু হয়েছে। এসময় মুন্না নামে আরেক যুবক আহত হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কি কারণে এই ঘটনা ঘটেছে এখনো সে বিষয়ে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/০৬ অক্টোবর ২০১৭/আরাফাত