হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ওজনের সাতটি স্বর্ণের বারসহ সিঙ্গাপুর থেকে আসা রবীন নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা।
শনিবার দিবাগত রাতে বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আগত সন্দেহজনক কাপড়ের চালান থেকে এ স্বর্ণ উদ্ধার করে শুল্ক গোয়েন্দা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।
বিডিপ্রতিদিন/ ০৮ অক্টোবর, ২০১৭/ ই জাহান