বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা জুমির খান সড়কের একটি বাসা থেকে ২শ’ পিস ইয়াবাসহ মামা ও ভাগ্নিকে আটক করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো শহিদুল ইসলাম ও তার ভাগ্নি আসমা আক্তার রুবিনা। শহিদুল সদর উপজেলার উলাল-বাটনা গ্রামের মৃত হাতেম আলী হাওলাদারের ছেলে এবং রুবিনা জুমির খান সড়কের আব্দুল খালেক হাওলাদারের মেয়ে।
কোতয়ালী মডেল থানার এসআই সমীরন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় জুমির খান সড়কের হাওলাদার বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে আটক করা হয় শহিদুল ও রুবিনাকে। এ সময় তাদের কাছ থেকে ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বিডিপ্রতিদিন/ ০৮ অক্টোবর, ২০১৭/ ই জাহান