খুলনায় রূপালী ব্যাংকের প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় মৎস্য রফতানিকারক এমএ ছাত্তারকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। তিনি খুলনার মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান বায়োনিক সী ফুডস এক্সপোর্টার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
রবিবার বিকেলে খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক আব্দুস সালাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জন্য অন্তঃবর্তীকালীন জামিনে ছিলেন তিনি। এমএ সত্তারের বিরুদ্ধে ৪ কোটি ৭৫ লাখ ৪৮ হাজার ৬৯০ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৭ সালের ২৯ আগস্ট রূপসা থানায় মামলা দায়ের করা হয়।
দুদক খুলনার উপ-সহকারী পরিচালক মোশারফ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় রূপালী ব্যাংক খুলনার শামস বিল্ডিং শাখার তৎকালীন (বর্তমানে অবসর প্রাপ্ত) উপ-মহাব্যবস্থাপক ও ম্যানেজার আব্দুর রহমানকেও আসামি করা হয়।
দুদক খুলনার পিপি অ্যাডভোকেট খন্দকার মুজিবর রহমান জানান, এমএ ছাত্তার মাছ কেনার জন্য রূপালী ব্যাংক কর্মকর্তাদের যোগসাজসে এই টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন। তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। পরে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তবে অপর আসামি ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান আদালতে হাজির হননি।
বিডি প্রতিদিন/০৭ জানুয়ারি ২০১৭/আরাফাত