শিরোনাম
- জুলাই থেকে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমবে
- টিকটকে নাচের ভিডিও দিয়ে বেশ ঝামেলায় ট্রাম্পের নাতনি
- ধুঁকছে শিল্প, স্বস্তি চান উদ্যোক্তারা
- ভারতের ৯ বিমানবন্দরে তুর্কি সেলেবি এভিয়েশনের লাইসেন্স বাতিল
- রাশিয়ার সাইবেরিয়ায় ভয়াবহ দাবানলে ৬ লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে ছাই
- ‘পারমাণবিক ব্ল্যাকমেইল ছাড়াই ভারতকে প্রতিহত করতে সক্ষম পাকিস্তান’
- “আবাসনের দাবি ন্যায্য”, জবি শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস উপদেষ্টা মাহফুজের
- 'জবি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিতে দ্রুত আলোচনায় বসুন'
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. আসিফ নজরুলের সৌজন্য সাক্ষাৎ
- ১৪ মে জবির কালো দিবস ঘোষণা, জুমার নামাজের পর থেকে গণঅনশন
- টানা ৩৩ ঘণ্টা ধরে তিন দফা দাবিতে আন্দোলন করছেন জবি শিক্ষার্থীরা
- পুতিন আর আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই ঘটবে না, ইউক্রেন ইস্যুতে ট্রাম্প
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৭৮৯ জন
- চিলি-কলম্বিয়া ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা, ফিরলেন মেসি
- ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন স্পেনের
- কমলো স্বর্ণের দাম
- ইন্দোনেশিয়ায় সেনা অভিযানে ১৮ বিচ্ছিন্নতাবাদী নিহত
- আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিতে চট্টগ্রাম ত্যাগ করল “বানৌজা খালিদ বিন ওয়ালিদ”
- মার্কিন পণ্যে সব ধরনের শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে ভারত
- হানিট্র্যাপে ব্ল্যাকমেইল, ট্রান্সজেন্ডার নারী আটক
মধ্যরাতে রাজশাহীতে বৃষ্টিসহ বজ্রঝড়
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

মধ্যরাতে রাজশাহীতে বৃষ্টিসহ বজ্রঝড় হয়েছে। এতে আমের মুকুল, আলু ও গমের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। তবে কৃষি বিভাগ বলছে, ভয়ের কারণ নেই।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, রবিবার রাত ১১টা ৪০ মিনিটে রাজশাহী ও এর আশপাশের এলাকায় বৃষ্টিপাত শুরু হয়। এর সঙ্গে সঙ্গে শুরু হয় বজ্রঝড়। ঝড়ো বাতাস আর বৃষ্টি থামে রাত সাড়ে তিনটায়।
আশরাফুল ইসলাম বলেন, রাতে তারা ১২ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৪১ কিলোমিটার। তিন মিনিট স্থায়ী ছিল বাতাসের এই গতি। বাকি সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২২ কিলোমিটার।
আবহাওয়া অফিসের এই কর্মকর্তা জানান, এই ঝড়টিকে বলা হয় বজ্রঝড়। এই ঝড়ের সময় প্রচুর বজ্রপাতও ঘটেছে। এ ধরনের বৃষ্টিসহ বজ্রঝড় মার্চ থেকে শুরু হয়ে মে পর্যন্ত হয়। কিন্তু আবহাওয়ার পরিবর্তনের কারণে এটি এগিয়ে এসেছে। ফেব্রুয়ারির শেষে এই বজ্রঝড়ের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর আগেই দিয়েছিল বলেও জানান আশরাফুল ইসলাম।
এদিকে রাতের এই বৃষ্টি ও বজ্রঝড়ের সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এতে পুরো রাজশাহী নগরী অন্ধকারে নিমজ্জিত হয়। ঝড় শেষ হলে রাতে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ দেওয়া হয়। পুরো রাজশাহীর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয় সোমবার দুপুরের পর। এ নিয়ে বিদ্যুৎ বিভাগের কোনো কর্মকর্তা কথা বলতে চাননি।
অন্যদিকে, ঝড় ও বৃষ্টিতে আমের মুকুল, আলু ও গমের ক্ষতির আশঙ্কার কথা জানিয়েছেন চাষিরা। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দেব দুলাল ঢালি বলেছেন, কিছু কিছু গমের গাছ নুইয়ে পড়তে পারে। তবে এই বৃষ্টিতে কোথাও পানি জমেনি। তাই অন্য কোনো ফসলের ক্ষতি হবে না।
দেব দুলাল ঢালি বলেন, গাছে গাছে কেবল মুকুল আসছে। সেসব মুকুল এখনও ফুল হয়ে ওঠেনি, গুটিও আসেনি। তাই বৃষ্টি ও বজ্রঝড়ে আমের মুকুলেরও কোনো ক্ষতি হবে না বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর