বিদেশে জনশক্তি রফতানি বাড়াতে হলে দক্ষ জনবল সৃষ্টি করতে হবে বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত এস এম আতীকুর রহমান। তিনি বলেন, এটা সম্ভব হলে বিদেশিরাই আমাদের কাছে চাহিদা পাঠাবে। এজন্য সরকার ও এই সেক্টরের সাথে জড়িতদের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।
সোমবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স হলে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত 'জনশক্তি প্রেরণ : সংকট ও সম্ভাবনা' শীর্ষক গোলটেবিল বৈঠকে সাবেক এই রাষ্ট্রদূত এসব কথা বলেন।
আতীকুর রহমান আরও বলেন, যে দেশ থেকে কর্মী পাঠানো হয় এবং যারা তাদের গ্রহণ করে-এই দুই দেশের মধ্যে আদান-প্রদানে যদি স্বচ্ছতা থাকে তাহলে সংকট কমে যায়। তবে জনশক্তি রফতানি সংকটে দু-দেশের মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতিও ব্যাপক ভূমিকা রাখে বলে মনে করেন তিনি।
বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, সাবেক রাষ্ট্রদূত আব্দুল মোমেন চৌধুরী, এ কে মোমেন, অর্থনীতিবিদ ড. জামাল উদ্দিনসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/১২ মার্চ, ২০১৮/মাহবুব