বিদেশে জনশক্তি পাঠানোর ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বেশি খরচ লাগে বাংলাদেশে, অথচ বাংলাদেশি কর্মীদের অায় সবচেয়ে কম বলে মন্তব্য করেছেন বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান।
তিনি বলেন, মাইগ্রেশন খরচ সবার আগে কমাতে হবে। এছাড়া দক্ষ কর্মী তৈরি করার পাশাপাশি দূতাবাসগুলোতেও দক্ষ কর্মকর্তা নিয়োগের ওপর জোর দেন তিনি।
সোমবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স হলে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত 'জনশক্তি প্রেরণ : সংকট ও সম্ভাবনা' শীর্ষক গোলটেবিল বৈঠকে এই এসব কথা বলেন তিনি।
শরিফুল হাসানের মতে, দেশের তিনটা সেক্টর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেগুলো হলো কৃষি, তৈরি পোষাক রফতানি খাত এবং বৈদেশিক কর্মসংস্থান। কিন্তু এই তিন খাতের মানুষগুলোই অবহেলিত।
তিনি আরও বলেন, একটা দেশ যদি তার নিজেদের নাগরিকদের সম্মান না দেয় অন্য দেশ কেন দেবে? ভারতের নাগরিকদের বিশ্বের প্রতিটি দেশ সম্মান দেয়। কিন্তু আমাদের কেন দেয় না। এর কারণ হিসেবে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান বলেন, আমরা আমাদের নিজেদের নাগরিকদের সম্মান দেই না। নিজ দূতাবাসগুলোতে গিয়ে অামাদের কর্মীরা অবেহলার শিকার। তাহলে বিদেশিরা আমাদের কেন সম্মান দিবে?
বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, সাবেক রাষ্ট্রদূত আব্দুল মোমেন চৌধুরী, এস এম আতীকুর রহমান, এ কে মোমেন, অর্থনীতিবিদ ড. জামাল উদ্দিনসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/১২ মার্চ, ২০১৮/মাহবুব