.jpg)
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
আটকে পড়া চড়ুই পাখি উদ্ধারে ফায়ার সার্ভিস
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

কোনো একদিন রাজশাহী মহানগরীর আলুপট্টি এলাকায় বৈদ্যুতিক তারে একটি ঘুড়ি আটকে গিয়েছিল। সেই ঘুড়ির সুতাটি ঝুলছিলই। সে সুতায় আটকে যায় ছোট্ট একটা চড়ুই পাখি। বাঁদুরের মতো উল্টো হয়ে ঝুলে ডানা ঝাপটে যাচ্ছিল চড়ুইটি। তার এই ডানা ঝাঁপটানো যেন প্রাণে বাঁচানোর আকুতি।
মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয় সংবাদকর্মী সৌরভ হাবিবের। প্রথমে তিনি পাখিটিকে সুতা থেকে ছাড়ানোর কথা ভাবেন। কিন্তু আশপাশে লম্বা কোনো বাঁশ খুঁজে পাচ্ছিলেন না। তাই কিছুটা সংশয় নিয়েই ফোন করেন ফায়ার সার্ভিসে। ভাবছিলেন, ছোট্ট একটা পাখির প্রাণ বাঁচাতে ফায়ার সার্ভিসের কর্মীরা আসবেন কি না। কিন্তু ফোন পাওয়ার মিনিট দশেকের মধ্যেই ঘটনাস্থলে হাজির ফায়ার সার্ভিসের দুটি গাড়ি।
সৌরভ হাবিব ভাবেন, ফায়ার সার্ভিসের কর্মীরা হয়তো চড়ুই পাখির কথা বুঝতে পারেননি। তাই দুটি গাড়ি এনেছেন। তাই ঘটনাস্থল থেকেও তিনি ফায়ার সার্ভিসের কর্মীদের জানান আটকে থাকা চড়ুই পাখির কথা। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে বলেন, চড়ুই পাখির কথা জানতে পেরেই তারা এসেছেন। এরপর অত্যন্ত উৎসাহের সঙ্গেই লম্বা মই দিয়ে উঠে বৈদ্যুতিক তার থেকে সুতাটি কেটে দেন তারা। সঙ্গে সঙ্গে মনের আনন্দে কিচির-মিচির শব্দ করে উড়ে যায় পাখিটি।
.jpg)
এর আগে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি দেখে থমকে দাঁড়ান পথচারীরা। তারা ভাবেন, কোথাও হয়তো আগুন লেগেছে। কিন্তু একটি চড়ুই পাখি উদ্ধারের অভিযান জানতে পেরে তাদের কেউ কেউ তাচ্ছিল্য করেন। কেউ কেউ বললেন, ‘পাখি উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ডাকতে হবে।’ আবার মুক্ত আকাশে চড়ুই পাখিটিকে ডানা মেলতে দেখে কেউ কেউ বললেন, ‘এটা একটা মহৎ কাজ হলো।’
সাংবাদিক সৌরভ হাবিব বলেন, ‘আমি তো ভয়ে ভয়ে ফোন দিয়েছিলাম। ভেবেছিলাম, তারাও তাচ্ছিল্য করবেন কি না। কিন্তু তারা অবহেলা করেননি। অথচ একটা সময় ছিল যখন মানুষ মরতে থাকলেও এতো দ্রুত ফায়ার সার্ভিস আসতো না। এখন তারা খুব আন্তরিক। পাখিটিকে মুক্ত করে তারা এটি প্রমাণ করেছে।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, পাখির একটি পায়ে সুতা আটকে ছিল। তাদের দুটি ইউনিট পাখিটি মুক্ত করার অভিযানে নেমেছিল। স্টেশন অফিসার মেহেরুল ইসলামের নেতৃত্বে ১৫ জন সদস্য একযোগে কাজ করে পাখিটিকে মুক্ত করেছে।
ফরহাদ হোসেন বলেন, ‘ফায়ার সার্ভিস এখন দ্য লাইফ সেভিং ফোর্স। শুধু মানুষই নয়, প্রত্যেকটা প্রাণেরই মূল্য আছে। প্রতিটি প্রাণ রক্ষা আমাদের কর্তব্যের ভেতরেই পড়ে। বিষয়টি এভাবে মাথায় নিয়েই আমরা কাজ করি। ছোট্ট চড়ুই পাখিটিকে মুক্ত করতে পেরে আমাদেরও অত্যন্ত ভালো লাগছে।’
পাখির প্রতি সবার এমন ভালোবাসায় মুগ্ধ বাংলাদেশ বার্ড ক্লাবের সহ-সভাপতি অনু তারেক। তিনি বললেন, ‘কেউ পাখি মারলে সেখানে পুলিশ ডাকা হলে লোকজন হাসাহাসি করে। বলে, পাখি মরলে কী হবে! এমন একটা সময় পাখির প্রাণ রক্ষায় ফায়ার সার্ভিসকে ফোন করা এবং ফায়ার সার্ভিসের এই ভূমিকা সবার জন্য অনুকরণীয়। এটা খুবই ভালো একটা খবর।’
বিডি প্রতিদিন/১৩ মার্চ ২০১৮/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর