হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ৮ হাজার ৪৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। বাংলাদেশি মুদ্রায় যার বাজার মূল্য আনুমানিক ১৬ লাখ ৯০ হাজার টাকা।
বুধবার দিবাগত গভীর রাতে বিমানবন্দরে তল্লাশি চালিয়ে সিগারেটগুলো জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টা ৫ মিনিটে দুবাই থেকে আসা একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা বিমানবন্দরের এপ্রোন এলাকায় বিশেষ নজরদারি বজায় রাখে। এরপর শুল্ক গোয়েন্দারা কার্গোহোল থেকে অন্য ঘোষণায় আনা তিনটি প্লেট শনাক্ত ও আটক করা হয়। পরে ওই কার্টনগুলোতে এসব সিগারেট পাওয়া যায়।
জব্দ হওয়া পণ্যের বিষয়ে শুল্ক আইনে এবং অন্যান্য আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় ওই সূত্র।
বিডি-প্রতিদিন/০৫ এপ্রিল, ২০১৮/মাহবুব