খুলনায় নাইন এমএম পিস্তল ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় নগরীর হাজী মহসিন রোড থেকে তাদের আটক করা হয়। তবে মূল অস্ত্র ব্যবসায়ীকে অভিযানে আটক করা যায়নি। আটককৃতরা হলেন মিরাজ মোল্লা (২৮) ও মাসুম হাওলাদার (৩০)। তাদের বাড়ি নগরীর লবনচরা মোক্তার হোসেন সড়ক ও গল্লামারী এলাকায়।
র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এএমএম জাহিদুল কবির বাংলাদেশ প্রতিদিনকে জানান, একই স্থানে দু’দিনের অভিযানের পর মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে বৃহস্পতিবার তাদের আটক করা হয়েছে। আটককৃত মিরাজ মোল্লা ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি। অপর আসামি মাসুম হাওলাদারের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/০৫ এপ্রিল, ২০১৮/মাহবুব