বাকপ্রতিবন্ধী এক নারীকে (২২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বপন (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালের বাথরুমে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে। আটক যুবককে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার মো. মোসলেহ উদ্দিন জানান, বহিরাগত স্বপন বাকপ্রতিবন্ধী ওই নারীকে বাহির থেকে হাসপাতালের পুরাতন ভবনে নিয়ে আসে। পরে নিচে বাথরুমে নিয়ে তার ওপর শারীরিক নির্যাতন চালায়। পরে ওই নারীর চিৎকারে লোকজনসহ আনসার সদস্যরা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, আনসার সদস্যরা এক যুবককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাকে শাহবাগ থানা পুলিশে দিয়েছি।
বিডিপ্রতিদিন/ ই-জাহান