সরকার গণতন্ত্রের কথা বলে অগণতান্ত্রিক ব্যবস্থা চাপিয়ে দিচ্ছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমার সন্দেহ হচ্ছে যে, আওয়ামী লীগ কি সত্যিই দেশ চালাচ্ছে নাকি অন্য কেউ দেশ চালাচ্ছে? সরকার গণতন্ত্রের কথা বলে অগণতান্ত্রিক ব্যবস্থা চাপিয়ে দিচ্ছে। একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। গণতন্ত্রকে বিকৃত করেছে। আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, যে দল গণতন্ত্রের জন্য লড়াই করেছে, তত্ত্বাবধায়ক সরকারের জন্য লড়াই করেছে; তারা এমনভাবে দেশ চালাতে পারে না!
আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় সত্যিই কি আওয়ামী লীগ দেশ চালাচ্ছে, নাকি অন্য কেউ? নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের কোনো ক্ষমতাই নেই জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে যা যা নির্দেশ দেওয়া হচ্ছে তারা তাই করছে। দুদকও একইভাবে কাজ করছে।
বিএনপি খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে- এ ধরনের কোনো গুঞ্জনে কান না দিতে তিনি নেতাকর্মীদের পরামর্শ দেন। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার